২০১৯ বিশ্বকাপ বিতর্কের পর ‘ওভার থ্রো’ নিয়ম পুনঃপর্যালোচনা করতে যাচ্ছে এমসিসি

333

লন্ডন, ২০ জুলাই ২০১৯ (বাসস) : ২০১৯ বিশ্বকাপ ফাইনালে সৃষ্ট বিতর্কের পর ‘ওভার থ্রো’ নিয়ম পুনঃপর্যালোচনার চিন্তা করছে ক্রিকেট আইন দেখভালের দায়িত্বে থাকা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)।
দ্য টাইমস জানায়, এমসিসি’র আইন উপ-কমিটির আইন বিষয়ক পরবর্তী পর্যালোচনায় ‘ওভার থ্রো’ বিষয়টিকে গুরুত্ব দেয়া হবে। সদ্য সমাপ্ত বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের ফিল্ডার মার্টিন গাপটিলের ছুঁড়ে মারা বল রানের জন্য দৌঁড়াতে থাকা ইংলিশ ব্যাটসম্যান বেন স্টোকস এর ব্যাটে লেগে বাউন্ডারি লাইন পেরিয়ে যায়। এরপরই বিষয়টি নতুন করে সবার নজরে এসেছে।
এ সময় দায়িত্বরত আম্পায়ার কুমার ধর্মসেনা ও মারিস এরাসমাস স্টোকস ও তার পার্টনার আদিল রশিদের রান সম্পন্ন হয়েছে কিনা সেটি মাথায় না রেখেই পাঁচ রানের পরিবর্তে ছয় রানের সংকেত দেন। এর আগে ম্যাচ জয়ের জন্য ৩ বলে ৯ রানের প্রয়োজন ছিল ব্যাটিংয়ে থাকা ইংল্যান্ডের। কিন্তু ওই ঘটনার পর শেষ দুই বলে তাদের টার্গেট দাঁড়ায় মাত্র ৩ রান।
নিজ ব্যাটে বল লাগার সঙ্গে সঙ্গেই হাত তুলে ক্ষমা প্রার্থনা করেছিলেন স্টোকস। পরে তার টেস্ট দল সতীর্থ জেমস এন্ডারসন জানান, স্টোক অতিরিক্তি চার রান বাদ দেয়ার জন্য আম্পায়ারদের অনুরোধ করেছিলেন।
এই ঘটনায় টাই হয় ম্যাচটি। ফলে সুপার ওভারে গড়ায় খেলা। সুপার ওভারও শেষ হয়েছে দুই দলের সমান রান সংগ্রহের মাধ্যমে। কিন্তু বাউন্ডারী সংখ্যায় এগিয়ে থাকায় পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী ইংল্যান্ডকে বিজয়ী ঘোষণা করা হয়।