কেরালা সরকার থিরুবানান্থাপুরামে স্থাপন করবে ভারতের প্রথম স্পেস সিস্টেম পার্ক

396

নয়াদিল্লী, ২০ জুলাই, ২০১৯ (বাসস) : মহাকাশ সংক্রান্ত প্রযুক্তি, গবেষণা ও উন্নয়নের বৃহৎ নির্মাণ কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশের লক্ষ্যে কেরালা সরকার রাজ্যের রাজধানীতে একটি স্পেস সিস্টেম পার্ক স্থাপন করবে।
এটি হবে ভারতের প্রথম মহাকাশ পার্ক, যা রাজ্যের নলেজসিটি হিসেবে গড়ে তোলা হবে।
গতকাল শুক্রবার রাজ্যের সচিব (ইলেক্ট্রোনিক্স ও আইটি) পিটিআইকে বলেন, ‘স্পেস পার্ক প্রতিষ্ঠিত হলে কেরালা হবে দেশের মহাকাশ প্রযুক্তির প্রধান কেন্দ্র।’
তিনি জানান, স্পেস পার্ক স্থাপিত হলে মহাকাশ বিষয়ক কার্যক্রম সহজ হবে এবং উচ্চতর প্রযুক্তি ক্ষেত্রে বিপুল কর্মসংস্থানের সুােগ সৃষ্টি হবে।
বিক্রম সারাভাই স্পেস সেন্টার (ভিএসএসসি) ভারতের সাবেক প্রেসিডেন্টের সম্মানে ড. এপিজে আব্দুল কালাম নলেজ সেন্টার এন্ড স্পেস মিউজিয়াম প্রতিষ্ঠা করবে।
রাজ্য সরকার স্পেস পার্কের অংশ হিসেবে ড. এ পি জে আব্দুল কালাম সেন্টার এন্ড স্পেস মিউজিয়াম নির্মাণেল নির্দেশ এবং প্রয়োজনীয় ভূমি বরাদ্দ দিয়েছে।