বাসস দেশ-৩৬ : ভ্রাম্যমাণ মিনি ফায়ার স্টেশন স্থাপনের প্রস্তাব ডেনমার্কের

516

বাসস দেশ-৩৬
তাজুল-রাষ্ট্রদূত
ভ্রাম্যমাণ মিনি ফায়ার স্টেশন স্থাপনের প্রস্তাব ডেনমার্কের
ঢাকা, ১৭ জুলাই, ২০১৯ (বাসস) : ঢাকা মহানগরীর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের অংশ হিসেবে ঢাকার সরু রাস্তায় ও বহুতল ভবনে আগুন লাগলে তা দ্রুত নেভানোর লক্ষ্যে ভ্রাম্যমাণ মিনি ফায়ার স্টেশন স্থাপনের প্রস্তাব দিয়েছেন ডেনমার্ক।
স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলামের সাথে আজ বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি ইসট্রাপ পিটারসেন এর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে এ প্রস্তাব দেন।
আজ এক তথ্য বিবরণীতে বলা হয়, প্রতিনিধি দলটি এ প্রকল্পে জিটুজি ভিত্তিতে ডেনমার্ক সরকারের তত্ত্বাবধানে ডেনমার্ক এক্সপোর্ট ক্রেডিট এজেন্সির মাধ্যমে ঋণ প্রদানের আগ্রহও প্রকাশ করেন।
বাসস/তবি/কেসি/২০৫২/শআ