বান্দরবানের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ শুরু

303

বান্দরবান, ১৭জুলাই,২০১৯ (বাসস) : টানা বর্ষণ ও সাঙ্গু নদীর নদীর পানি কমতে থাকায় ৮দিন বন্ধ থাকার পর বান্দরবানের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ আজ সকাল ৭টায় শুরু হয়েছে।
বুধবার সকাল ৯টার দিকে বান্দরবান বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত দাশ ঝন্টু এ তথ্য নিশ্চিত করেন তিনি ।
এদিকে বান্দরবান পূরবী-পূর্বাণীর লাইন্সম্যান জানান, সকাল থেকে পূর্বাণী বাস চালু করা হয়েছে । তবে পূরবী বাস চালু করা হবে দুপুর ১২ টার পর ।
তিনি আরো জানান, বান্দরবান কেরাণীহাট সড়কের বড়দুয়ারা এলাকায় এখনও এক হাঁটু সমান পানি আছে ।
স্থায়ীরা জানিয়েছেন,গত ৮ জুলাই বান্দরবান চট্টগ্রাম সড়কের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের বড়দুয়ারা অংশে টানা বর্ষণে সড়ক ডুবে যায় । সড়ক ডুবে গিয়ে সারা দেশের সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায় বান্দরবান জেলার । ডুবন্ত সড়কে ছোট ভ্যান চলাচল করলেও সব ধরনের যান চলাচল অনুপযোগী হয়ে পড়ে।
আরো জানা যায়, যোগাযোগ বন্ধ থাকায় নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর প্রভাব পড়ে। ওই সময় জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে বান্দরবান জেলায় দেখা দেয় বন্যা ।