উৎসবে পাল্টে গেছে ইংল্যান্ডের চেহারা

4482

লর্ডস (লন্ডন), ১৬ জুলাই ২০১৯ (বাসস) : ফাইনাল ম্যাচে বাউন্ডারিতে এগিয়ে থাকার সুবাদে নিউজিল্যান্ডকে হারিয়ে দ্বাদশ বিশ্বকাপের শিরোপা জিতেছে ইংল্যান্ড। প্রথমবারের মত বিশ্বকাপের শিরোপা জয়ের পর থেকেই উৎসবে ভাসছে পুরো ইংল্যান্ড। মরগান-স্টোকদের শিরোপা জয়ে ইংল্যান্ডের বিভিন্ন শহরের চেহারা পাল্টে গেছে। বিভিন্ন স্থানে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের ছবিসহ আরও বিভিন্ন বিল বোর্ড, ডিজিটাল বিল বোর্ড, টি-শার্টে বিশ্বকাপ হাতে খেলোয়াড় ছবি, বিভিন্ন বার-পথে ঘাটে বড় স্ক্রিনে এখনো চলছে ফাইনাল ম্যাচের সুপার ওভারের ভিডিও।
এছাড়া গতকাল ওভালে বিজয় প্যারেডের আয়োজন করে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ট্রফি নিয়ে অধিনায়ক ইয়োইন মরগানের নেতৃত্বে চলে উদযাপন। সেখানে উপস্থিতি ছিলেন হাজার-হাজার সমর্থকরা। সমর্থকদের সামনে আনন্দ উল্লাস, ছবি তোলা, সেলফিতেও মেতে উঠেন মরগানের দল।
সমর্থকদের উদ্দেশ্যে করে মরগান বলেন, ‘সকলকে ধন্যবাদ, মাঠে এসে দলকে উৎসাহী করার জন্য। আপনাদের মনের আশা পূরণ করতে পেরে আমরা গর্বিত।’
দলের অন্যতম সেরা ব্যাটসম্যান জো রুট বলেন, ‘শিরোপা জয় ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসের অন্যতম, সেরা ও অবিস্মরনীয় দিন। এই দিনটির জন্য আমরা চার বছর অপেক্ষা করেছি। অবশেষে আমাদের আশা পূরণ হয়েছে। সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পেরে আমরা খুশী।’
ইংল্যান্ড ক্রিকেট দলের শিরোপা জয়ে দলকে অভিনন্দন জানাতে বাদ যাননি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। তিনি বলেন, ‘ফাইনালে অসাধরণ পারফরমেন্স করেছে পুরো ইংল্যান্ড দল। বিশ্বচ্যাম্পিয়ন হতে যা করা দরকার তাই করেছে তারা। বিচার বুদ্ধি এবং সাহস দেখিয়েছে মরগানরা। ঘরের মাটিতে ইংল্যান্ড ক্রিকেট দলের এমন অর্জন ইতিহাসে অমর হয়ে থাকবে।’