বাসস দেশ-১৯ : তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্স ও শেরে বাংলা নগর বিদ্যুত অফিসে দুদকের অভিযান

386

বাসস দেশ-১৯
দুদক-অভিযান
তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্স ও শেরে বাংলা নগর বিদ্যুত অফিসে দুদকের অভিযান
ঢাকা, ২০ জুন, ২০১৮ (বাসস) : সরকারি দপ্তরসমূহে ঘুষ ও দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক টিম আজ ও গতকাল তেজগাঁও ভূমি রেজিস্ট্রেশন কমপ্লেক্স ও শেরে বাংলা নগর বিদ্যুত অফিসে অভিযান পরিচালনা করেছে।
এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, ভূমি সেবা ও বিদ্যুত সেবা নাগরিকদের জন্য অপরিহার্য সেবা। এ সেবা প্রাপ্তিতে যেন কোনরূপ হয়রানি না হয়, তা নিশ্চিত করতেই দুদকের এ অভিযান। এ ধরনের অভিযান দুদকের দৈনন্দিন রুটিন ওয়ার্ক বলে তিনি উল্লেখ করেন।
দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
এতে বলা হয়, সহকারী পরিচালক রতন কুমার দাসের নেতৃত্বে পুলিশসহ ৫ সদস্যের একটি টিম তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্স এবং সহকারি পরিচালক এ.এস.এম তাজ-উল ইসলামের নেতৃত্বে পুলিশসহ ৫ সদস্যের আরেক টিম শেরে বাংলা নগর ডিপিডিসি অফিসে অভিযান চালায়। সেবাপ্রার্থীগণ তাদের কাক্সিক্ষত সেবা প্রাপ্তিতে যেন কোনভাবেই বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে এই অভিযান পরিচালনা করা হয়।
বাসস/সবি/এফএইচ/১৮৫৭/জেহক