বাসস দেশ-১৭ : চট্টগ্রাম নগরীতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

367

বাসস দেশ-১৭
চট্টগ্রাম-উচ্ছেদ
চট্টগ্রাম নগরীতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
চট্টগ্রাম, ২০ জুন, ২০১৮ (বাসস) : নগরীর আকবরশাহ এলাকার শহীদ লেনে মাদকবিরোধী ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে আকবর শাহ থানা পুলিশ।
আজ বুধবার সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত এ অভিযান চলে। রেলওয়ের মালিকানাধীন জায়গায় গড়ে ওঠা এই বস্তিতে অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা ও মাদকের আখড়া উচ্ছেদ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) মো. ফারুক-উল হক বলেন, ‘রেলওয়ের মালিকানাধীন জায়গায় গড়ে ওঠা শহীদ লেন বস্তিতে অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা ও মাদকের আখড়া উচ্ছেদ করা হয়েছে। এই বস্তিতে নিয়মিত মাদকের আসর বসতো। তাই স্থায়ীভাবে এ অবৈধ বস্তি উচ্ছেদে অভিযান শুরু করেছি।’
বাসস/ডিবি/এমকে/১৮১০/-শহক