বাসস দেশ-২৭ : পদ্মা সেতুর ২৯৪টি পাইলের সবক’টিই বসানো হয়েছে

211

বাসস দেশ-২৭
পদ্মা সেতু – পাইল
পদ্মা সেতুর ২৯৪টি পাইলের সবক’টিই বসানো হয়েছে
মুন্সীগঞ্জ, ১৫ জুলাই, ২০১৯ (বাসস) : পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতুর সর্বশেষ পাইলটিও বসানো হয়েছে।
রোববার রাত ৮টা ১০ মিনিটে সেতুর ২৬ নং পিলারের (খুটি) ৭ নং পাইলের টপ সেকশনের পাইল স্থাপনের কাজ শেষ হয়। ওইদিন বেলা ১১ টা ৩৫ মিনিটে পাইল বসানোর কাজ শুরু হলেও তা বসাতে সময় লাগে প্রায় সাড়ে ৮ ঘন্টা।
এটি স্থাপনের মধ্যদিয়ে পদ্মা সেতুর মোট ২৯৪টি পাইলের সবক’টিই বসানোর কাজ সম্পন্ন হলো।
২০১৫ সালের ১২ ডিসেম্বর থেকে পাইল ড্রাইভ শুরু করার প্রায় সাড়ে তিন বছর পর গতকাল রোববার সন্ধ্যা রাতে সব ক’টি পাইল বসানো শেষ হয়।
বাসস/সংবাদদাতা/জেডআরএম/১৯২৫/কেজিএ