বাসস ক্রীড়া-১৩ : আকাশ থেকে নামলো ফাইনালের বল

324

বাসস ক্রীড়া-১৩
ক্রিকেট-বিশ্বকাপ
আকাশ থেকে নামলো ফাইনালের বল
লন্ডন, ১৪ জুলাই, ২০১৯ (বাসস/এএফপি) : দ্বাদশ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের বল নামলো আকাশ থেকে।
রেড ডেভিলসের কয়েকজন সদস্য ও বৃটিশ আমির প্যারাস্যুটের সাহায্যে অভিনব কায়দায় মূর্চনা হলো ২০১৯ বিশ্বকাপ ফাইনাল। বৃষ্টির কারণে লর্ডসে রোববার ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ফাইনাল ম্যাচের টস শুরু হতে কিছুটা দেরি হয়। তবে খেলা যথা সময়ে শুরু হয়। তার আগে প্যারাস্যুটে চেপে বল পৌঁছায় মাঠে। রেড ডেভিলসরা একে একে লর্ডসে অবতরণ করেন প্যারাস্যুটে চেপে। তারপর আম্পয়ারদের হাতে তুলে দেন বল। রেড ডেভিলসের সদস্যরা আকাশ থেকে নামার সময় হর্ষধ্বনি ও হাততালির শব্দে ভরে ওঠে পুরো মাঠ।
বাসস/এএফপি/২৩৫৫/-স্বব