বাজিস-১১ : ভারতে কারাভোগ শেষে ১৪ যুবক দেশে ফিরেছে

519

বাজিস-১১
যশোর- দেশে ফেরত
ভারতে কারাভোগ শেষে ১৪ যুবক দেশে ফিরেছে
বেনাপোল (যশোর), ১৪ জুলাই ২০১৯ (বাসস) : অবৈধপথে ভারতে যাওয়ার পর দুইবছর কারাভোগ শেষে ১৪ বাংলাদেশী যুবককে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।
আজ রোববার দুপুরে বেনাপোল চেকপোস্টে বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশ তাদেরকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে।
ফেরত আসা বাংলাদেশিরা হচ্ছে- সেলিম (২৫), লিটন (৩২), মমিন (৩৫), ইব্রাহিম (৩২), রবিউল ইসলাম (২৫), ফজলুল করিম (৩৫), দেলোয়ার হোসেন (২৬), আনোয়ার হোসেন (২৯), রশিদ (৩৮), রনি মিয়া (২৮), বাসার (৩৭), শরিফুল (২৫), সবুজ মিয়া (৩৭) ও আব্দুল রশিদ (৩৪)। তাদের বাড়ি ফরিদপুর, মাদারীপুর, নোয়াখালী, রাজবাড়ি ও সাতক্ষীরা জেলার বিভিন্ন জায়গায়।
বেনাপোলে ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, দেশে ফেরত আসা যুবকরা দুই থেকে আড়াইবছর আগে দালালের মাধ্যমে সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার পর সেখানকার পুলিশের হাতে আটক হয়। পরে ভারতের তামিলনাড়ুর কেন্দ্রীয় কারাগারে কারাভোগ শেষে আজ দেশে ফেরত আসে।
তিনি জানান, ইমিগ্রেশন পুলিশের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/২২১৫/এমকে