বাসস দেশ-৪১ : প্রশাসনের কর্মকর্তাদের সেবক হিসেবে জণগণের কাজ করার আহবান জানালেন ডেপুটি স্পিকার

527

বাসস দেশ-৪১
ডেপুটি স্পিকার-প্রশিক্ষণ কোর্স
প্রশাসনের কর্মকর্তাদের সেবক হিসেবে জণগণের কাজ করার আহবান জানালেন ডেপুটি স্পিকার
ঢাকা, ১৪ জুলাই, ২০১৯ (বাসস) : প্রশাসনে কর্মরত কর্মকর্তাদের শাসক নয় জনগণের সেবক হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।
আজ রাজধানীর শাহাবাগে বিসিএস প্রশাসন একাডেমি আয়োজিত আইন ও প্রশাসন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।
বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর কাজী রওশন আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনপ্রশন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন,এমপি, কোর্স ডাইরেক্টর নজরুল ইসলাম প্রমুখ।
ফজলে রাব্বী মিয়া প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের উদ্দেশে আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো সোনার বাংলাদেশ গড়বেন। সেই পদাঙ্ক অনুসরণ করে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল সোনারবাংলা গড়ার মানসে নিরলস কাজ করে যাচ্ছেন। আপনারা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে একটি উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও বেশি শক্তিশালী করবেন বলে আমি বিশ্বাস করি।
বাসস/সবি/এমএআর/২১২০/কেকে