চট্টগ্রামে মুক্তি ভবনের চাবি হস্তান্তর করলেন মেয়র

356

চট্টগ্রাম, ১৪ জুলাই, ২০১৯ (বাসস) : মুক্তিযোদ্ধাদের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) অর্থায়নে নির্মিত মুক্তি ভবনের চাবি হস্তান্তর করা হয়েছে। এতে প্রথম চাবি পেয়েছেন প্রয়াত মুক্তিযোদ্ধা মো. ইলিয়াস চৌধুরীর পরিবার।
আজ বিকেলে চসিক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিটি মেয়র আ. জ. ম. নাছির উদ্দীন মরহুম মুক্তিযোদ্ধা ইলিয়াসের স্ত্রী খোরশেদা বেগম ও তার সন্তান হুমায়ুন কবিরের হাতে ভবনের চাবি হস্তান্তর করেন।
এ চাবি হস্তান্তরের মধ্য দিয়ে সিটি মেয়রের অঙ্গীকার মুক্তিযোদ্ধাদের আবাসন প্রদান বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়েছে।
নাছির উদ্দীন বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের আবাসন বাস্তবায়নে চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে ৫০টি বাড়ি নির্মাণ করে দেওয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে মুক্তি ভবন নির্মাণ করা হচ্ছে। প্রথম পর্যায়ে নির্মিতব্য ৪টি ভবনের মধ্যে ১০নং ওয়ার্ডে ২৬ লাখ ৪৪ হাজার টাকা ব্যয়ে প্রয়াত মুক্তিযোদ্ধা মো. ইলিয়াস চৌধুরীর ভবনের প্রথমতলার কাজ সম্পন্ন হয়েছে।
এছাড়া, ৩০নং ওয়ার্ডে মরহুম মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ২৫নং ওয়ার্ডে মুক্তিযোদ্ধা আবদুস ছালাম ৪১নং ওয়ার্ডে মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের জন্য নির্মিতব্য ভবনের প্রথম তলার কাজ চলমান রয়েছে।