ইংল্যান্ডকে ফেবারিট বলছেন উইলিয়ামসন

1004

লন্ডন, ১৩ জুলাই, ২০১৯ (বাসস) : দ্বাদশ বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডকেই ফেবারিট বলছেন প্রতিপক্ষ নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। দাপট দেখিয়ে টুর্নামেন্ট শুরু করা ইংল্যান্ড ফাইনালেও সেরা পারফরমেন্সই করবে মনে করেন উইলিয়ামসন। তবে দেশের মানুষকে প্রথমবারের মত বিশ্বকাপের শিরোপা জয়ের আনন্দে ভাসাতে চান উইলিয়ামসনও।
আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালের আগে সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসন বলেন, ‘আমি মনে করি আগামীকালের ফাইনালে স্পষ্টভাবেই ইংল্যান্ড ফেবারিট। শুরু থেকে তারা যেভাবে খেলে আসছে। সে বিবেচনায় তারাই ফেবারিট। যাই হোক আমরা ফাইনালে আন্ডারডগ হয়ে নামবো। আমরা নিজেদের খেলাটা খেলতে চাই এবং ম্যাচটাতে পুরোপুরি মনসংযোগ রাখতে চাই।’
২০১৫ সালে প্রথমবারের মত বিশ্বকাপের ফাইনালে উঠেছিলো নিউজিল্যান্ড। কিন্তু ম্যাচটি জিততে পারেনি কিউইরা। অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় তারা। সেই ক্ষত এখনও পিছু ছাড়েনি নিউজিল্যান্ডের। এবারও ফাইনালে নিজেদের নাম লিখিয়েই ছেড়েছে কিউইরা। দেশের মানুষকে শিরোপা আনন্দে মাতিয়ে তুলতে মরিয়া হয়ে আছেন উইলিয়ামসন। কারন দেশ থেকে ক্রিকেট ভক্তদের অনেক বার্তা পেয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে তেমনটাও বলেছেন উইলিয়ামসন, ‘আমাদের কাছে অনেক সমর্থনসূচক বার্তা এসেছে। ফাইনালে কি অপেক্ষা করছে তা নিয়ে আমরা সত্যি রোমাঞ্চিত। মানুষ অনেক রাত জেগে ফাইনাল দেখবে। আমি জানি, তাদের অনেকেই অনেক দেরিতে ঘুমাতে যাবে আমাদের খেলার দেখার জন্য। আমরা আশা করি, দেশের মানুষকে হতাশ করবো না।’