বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

2092

বান্দরবান, ১২ জুলাই, ২০১৮ (বাসস) : জেলায় আজ থেকে সপ্তাহব্যাপি বৃক্ষ মেলা শুরু হয়েছে। একই সাথে শুরু হয়েছে বৃক্ষ রোপণ অভিযান।
জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আজ শুক্রবার বিকাল থেকে শুরু হওয়া এ মেলা উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক দাউদুল ইসলাম।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বন বিভাগ ও বান্দরবানের জেলা প্রশাসন যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।
বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা বিপুল কৃষ্ণ দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের বিশেষ অতিথির ছিলেন বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, পৌর মেয়র ইসলাম বেবী।
এর আগে বৃক্ষমেলা উপলক্ষে বান্দরবানের জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে গিয়ে শেষ হয়।
এবারের মেলায় ১৩টি স্টলে বনজ ও ফলদ বৃক্ষ এবং বিভিন্ন নার্সারির উৎপাদিত চারা স্থান পেয়েছে। আগামী ১৮ জুলাই সপ্তাহব্যাপি এ বৃক্ষমেলা শেষ হবে।