বাসস দেশ-৩৫ : বুড়িগঙ্গায় ১১৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

287

বাসস দেশ-৩৫
বুড়িগঙ্গা-উচ্ছেদ অভিযান
বুড়িগঙ্গায় ১১৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
ঢাকা, ১০ জুলাই, ২০১৯ (বাসস): বিআইডব্লিউটিএ আজ বুধবার সকাল থেকে ঢাকার বুড়িগঙ্গার তীরে অভিযান চালিয়ে ১১৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ।
বাবুবাজার ব্রীজ থেকে পোস্তগোলা শ্বশানঘাট পর্যন্ত বুড়িগঙ্গার উভয় তীরে দিনব্যাপী অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।
বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযানে ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন ও উপ-পরিচালক মিজানুর রহমানসহ উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
ঢাকা নদী বন্দরের উপ-পরিচালক মিজানুর রহমান জানান, বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাবুবাজার ব্রীজ থেকে পোস্তগোলা শ্বশানঘাট পর্যন্ত বুড়িগঙ্গার উভয় তীরে অভিযান চালানো হয়। এসময় ১১৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
এরমধ্যে দোতলা ভবন ১টি, একতলা ভবন ৭টি, আধাপাকা ভবন ১৫টি, টিনের ঘর ৬৫টি ও দোকান ঘর ৩১টি।
তিনি জানান, এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে নদীর ১ একর জায়গা দখলমুক্ত করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/২০৩০/এফএইচ