বাসস সংসদ-৫ : সংসদে ৬টি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন

579

বাসস সংসদ-৫
কমিটি-পুনর্গঠন
সংসদে ৬টি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন
সংসদ ভবন, ৯ জুলাই, ২০১৯ (বাসস) : জাতীয় সংসদে আজ ৬টি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে।
এরমধ্যে তিনটি কমিটি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মনোনয়ন দেন। বাকী তিনটি কমিটি সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চিফ হুইপ নুর-ই আলম চৌধুরীর প্রস্তাবে কন্ঠভোটে পাস করা হয়।
পুনর্গঠিত কমিটিগুলো হচ্ছে, সংসদ কার্য-উপদেষ্টা কমিটি, সংসদ কমিটি, লাইব্রেরি কমিটি, বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি, বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটি এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
এই কমিটিগুলোর মধ্যে সংসদ কার্য-উপদেষ্টা কমিটিতে বিএনপির আবদুস সাত্তার ভূঁইয়া, সংসদ কমিটিতে বিএনপির হারুনুর রশিদ, বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটিতে গণফোরামের সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটিতে বিএনপির আবদুস সাত্তার ভূঁইয়া, লাইব্রেরি কমিটিতে গণফোরামের মোকাব্বির খান এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে বিএনপির রুমিন ফারহানাকে সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে।
বাসস/এমআর/এমএসএইচ/২০২৫/-অমি