বান্দরবানের লামায় হেডম্যান ও কারবারিদের সম্মানি ভাতা প্রদান

649

বান্দরবান, ৩ জুলাই ২০১৯ (বাসস) : জেলার লামা উপজেলার ১৭টি মৌজার হেডম্যান ও ১৯৫টি পাড়ার কারবারিদের মাঝে ১২ মাসের সম্মানী ভাতা ভাতা বিতরণ করা হয়েছে।
আজ বুধবার লামা সহকারি কমিশনার (ভূমি)-এর কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নূরে জান্নাত রুমি এই ভাতার টাকা প্রদান করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) ইশরাত সিদ্দিকা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ২৮৪ নং ইয়াংছা মৌজার বন্ধুক ঝিরি পাড়ার কারবারি উক্যচিং, হেডম্যান পাড়ার কারবারি উহ্লাচিং, পোপা মৌজার টিয়ারঝিরি পাড়ার কারবারি অংক্যজাই, হেডম্যান পাড়ার বাম ত্রিপুরা, গজালিয়ার প্রংথো পাড়ার খ্যাইমা ত্রিপুরা।
উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি বলেন, হেডম্যানদেরকে সরেজমিন পরিদর্শন করেই ভূমি সংক্রান্ত রিপোর্ট প্রদান করতে হবে। এতে নতুন করে ভূমি বিরোধ সৃষ্টি হবেনা, বরং দিন দিন বিরোধ কমে আসবে। তিনি বলেন, পাড়ার কারবারিরা আন্তরিকতা নিয়ে কাজ করলে স্থানীয়ভাবে অনেক সমস্যার সমাধান সম্ভব।
পরে লামা উপজেলার ১৭টি মৌজার হেডম্যান ও ১৯৫ জন কারবারির মধ্যে ১২ মাসের সম্মানী ভাতা বিতরন করা হয়।