বেয়ারস্টোর সেঞ্চুরিতে ইংল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ৩০৫ রান

381

চেস্টার লী স্ট্রিট, ৩ জুলাই, ২০১৯ (বাসস) : চলতি আইসিসি ক্রিকেট বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জনি বেয়ারস্টোর টানা সেঞ্চুরিতে ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেট হারিয়ে ৩০৫ রান করেছে স্বাগতিক ইংল্যান্ড।
সেমিফাইনাল নিশ্চিত করার ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক ইয়োইন মরগান। আবারো ইংল্যান্ডকে ভাল শুরু এনে দেন বেয়ারস্টো ও জেসন রয়।
উদ্বোধনী জুটিতে ১২৩ রান সংগ্রহের পর ব্যক্তিগত ৬০ রানে রয় আউট হলে প্রথম উইকেট হারায় ইংলিশরা। জিমি নিশামের হাতে বলে মিচেল স্যান্টরারের হাতে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে ৬১ বল মোকাবেলায় আটটি বাউন্ডারি হাকান রয়।
এরপর ক্রিজে আসেন ফর্মে থাকা জো রুট। তবে ব্যক্তিগত ২৪ রানে টেন্ট বোল্টের প্রথম শিকার হয়ে রুট আউট হলে দলীয় ১৯৪ রানে পড়ে ইংল্যান্ডের দ্বিতীয় উইকেট।
রোববার এজবাস্টনে ভারতের বিপক্ষে ৩১ রানে জয় এনে দেয়া ম্যাচে ১১১ রান করার পর আজ ১৪টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারিতে ৯৫ বলে নিজের নবম ওয়ানডে সেঞ্চুরি পূরণ করেন বেয়ারস্টো। শেষ পর্যন্ত ৯৯ বল মোকাবেলায় ১৫টি বাউন্ডারি ও এক ওভার বাউন্ডারিতে ম্যাট হেনরির বলে সরাসরি বোল্ড আউট হলে ১০৬ রানে থামে তারকা এ ব্যাটসম্যানের ইনিংস।
জস বাটলার ১১ রান করে বোল্টের দ্বিতীয় এবং ৪০ বলে ৪২ রান করে অধিনায়ক মরগান হেনরির দ্বিতীয় শিকারে পরিণত হলে ২৭২ রানে ইংল্যান্ডের সপ্ত উইকেটের পতন ঘটে। এছাড়া বেন স্টোকস ১১, ক্রিস ওকস ৪ রান করেন। আদিল রশিদ ১৬ রান করে আউট হলে দলীয় ৩০১ রানে ইংল্যান্ডের অস্টম উইকেটের পতন হয়। লিয়াম প্লানকেট ১২ বলে ১৫ রানে অপরাজিত থাকেন।
নিশাম, হেনরি ও বোল্ট ২টি করে উইকেট নেন।