মাদুরোর সঙ্গে এখন আর নতুন করে আলোচনার পরিকল্পনা নেই : গুয়াইদো

366

কারাকাস, ৩ জুলাই, ২০১৯ (বাসস ডেস্ক): ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেতা জুয়ান গুয়াইদো মঙ্গলবার বলেছেন, ‘খুনী স্বৈরশাসক’ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে নতুন করে আলোচনার কোন পরিকল্পনা নেই। সামরিক অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগে নিরাপত্তা হেফাজতে এক কর্মকর্তার মৃত্যুর পর তিনি এমন মন্তব্য করলেন। খবর এএফপি’র।
গুয়াইদো বলেন, ‘গণতন্ত্রের জন্য মানবাধিকার লঙ্ঘনকারীদের সঙ্গে আলোচনায় বসার কোন সময় নেই। আমরা ভয়ঙ্কর স্বৈরতন্ত্র মোকাবেলা করছি।’
তিনি সাংবাদিকদের বলেন, মাদুরো ঘোষিত দখলদারিত্বের অবসান সহজতর করার লক্ষ্যে নতুন করে আলোচনা করতে চাইলে ‘আমরা আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করবো।’
নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা রাফায়েল অ্যাকোস্তা আরিভালোর সন্দেহজনক মৃত্যুর বিষয়টি নিয়ে আলোচনা করতে বিরোধী দল নিয়ন্ত্রিত জাতীয় পরিষদের আইনপ্রণেতাদের সঙ্গে গুয়াইদো কথা বলছেন। ভেনিজুয়েলার অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে বিশ্বের ৫০ টির বেশি দেশ তাকে স্বীকৃতি দিয়েছে।
গুয়াইদোর এমন বক্তব্যের বিপরীতে মাদুরো বলেন, তিনি ‘নিশ্চিত’ যে আলোচনার মাধ্যমে এ বছরই একটি চুক্তি হবে।
রাজনৈতিক সমাবেশে বক্তব্য দেয়ার সময় মাদুরো বলেন, ‘আমরা ২০১৯ সালে একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে উপনীত হতে যাচ্ছি।’
এ ব্যাপারে ‘আমি একেবারে নিশ্চিত যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ বিষয়ে ভাল খবর পাওয়া যাবে।’
ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরিয়াজা জানান, নরওয়েতে ফের আলোচনা শুরু করতে সরকার বিরোধী দলের অপেক্ষায় রয়েছে।