বাসস দেশ-২৯ : বিজিবির অভিযানে ৭৯ কোটি ২৭ লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার

275

বাসস দেশ-২৯
বিজিবি-উদ্ধার
বিজিবির অভিযানে ৭৯ কোটি ২৭ লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার
ঢাকা, ২ জুলাই ২০১৯ (বাসস) : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা জুনে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৭৯ কোটি ২৭ লাখ ৩০ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্য ও মাদক দ্রব্য উদ্ধার করেছে।
উদ্ধারকৃত মাদক দ্রব্যের মধ্যে ১৩ লাখ ৫৪ হাজার ৮২২ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৪ হাজার ৩২৮ বোতল ফেনসিডিল, ৫ হাজার ৭৮৪ বোতল বিদেশী মদ, ৩২১ লিটার বাংলা মদ, ৩৬১ টি ক্যান বিয়ার, ৪৫৪ কেজি গাঁজা, ১ কেজি ১ গ্রাম হেরোইন, ২ লাখ ৪৩ হাজার ৮টি এ্যানেগ্রা অথবা সেনেগ্রা ট্যাবলেট এবং ১৪ লাখ ৯৪ হাজার ৭০০টি অন্যান্য ট্যাবলেট রয়েছে।
চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে ৬ কেজি ৪ গ্রাম স্বর্ণ, ১ হাজার ৭৮৯টি ইমিটেশন গহনা, ২৭ হাজার ৪২৪টি কসমেটিক্স সামগ্রী, ১ হাজার ৫৬৩টি শাড়ি, ৭৮৩টি থ্রীপিস অথবা শার্টপিস, ১ হাজার ৭১২টি তৈরী পোশাক, ১টি কষ্টিপাথরের মূর্তি, ১৬ হাজার ৪৪৪ ঘনফুট কাঠ ও ৮ হাজার ১৫৫ লম্বাফুট কাঠ, ৮ হাজার ১৯৩ কেজি চা পাতা, ৫টি ট্রাক, ৫টি পিকআপ, ১টি প্রাইভেটকার, ৭টি সিএনজি চালিত অটোরিকশা এবং ৩৬টি মোটর সাইকেল।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৬টি বন্দুক, ১টি পিস্তল, ৫৩টি ককটেল বোম্ব এবং ৬২ রাউন্ড গুলি।
এছাড়াও বিজিবি’র অভিযানে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৬৬ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ৩১ জনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।
বাসস/সবি/এফএইচ/১৯১০/কেকে