হুসেইন মুহম্মদ এরশাদকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে

416

ঢাকা, ৩০ জুন, ২০১৯ (বাসস) : জাতীয় পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি.এম.) কাদের এমপি বলেছেন, সম্মিলিত সামরিক হাসপাতালে এরশাদের শারীরিক অবস্থা গতকালের চেয়ে অবনতি ঘটলে তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে।
আজ বিকেলে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সুনীল শুভ রায়, আদেলুর রহমান এমপি পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জি.এম. কাদের বলেন, এর আগে শনিবার পর্যন্ত তার শারীরিক অবস্থার ৫০ শতাংশ উন্নতি হয়েছিল৷ কিন্তু আজ সকাল থেকে শারীরিক অবস্থার অবনতি হয়। ফুসফুসে পানি চলে এসেছে, দেখা দিয়েছে ইনফেকশন। পরে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে অক্সিজেন দেয়া হয়। ওষুধের পরিবর্তন করে ইনফেকশন বন্ধের চিকিৎসা চলছে।
তিনি বলেন, বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ-এর চিকিৎসার সকল ব্যয় সরকারের পক্ষ থেকে বহন করা হচ্ছে। বিদেশে চিকিৎসার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত আছে। তবে তা চিকিৎসকদের নির্দেশনার উপর নির্ভর করছে। এ মুহূর্তে সিএমএইচের চিকিৎসায় আমাদের আস্থা আছে। তার শারীরিক অবস্থার উন্নতি হতে পারে বলে চিকিৎসকরা ধারণা করছেন।
উল্লেখ্য, গত ২৭ জুন সকালে এরশাদ অসুস্থ্যবোধ করলে তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।