বাসস ক্রীড়া-১৪ : লর্ডসে বোল্টের ওয়ানডে ইতিহাস

350

বাসস ক্রীড়া-১৪
ক্রিকেট-বিশ্বকাপ-অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড
লর্ডসে বোল্টের ওয়ানডে ইতিহাস
লন্ডন, ৩০ জুন, ২০১৯ (বাসস) : হোম অব ক্রিকেট লর্ডসে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করেছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। চলতি বিশ্বকাপে গতকাল অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়া ম্যাচে এই ইতিহাস গড়েন কিউই বোলার।
ম্যাচে ৫১ রানে ৪ উইকেট নেয়া বোল্ট শেষ ওভারে পর পর তিন বলে উসমান খাজা, মিচেল স্টার্ক ও জেসন বেহরেনডর্ফকে আউট করে হ্যাট্রিক পুর্ন করেন। ফলে ৯ উইকেটে ২৪৩ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।
এর মাধ্যমে প্রথম কোন কিউই বোলার হিসেবে লর্ডসে যে কোন ফর্মেটের আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেন বোল্ট। এই নিয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় হ্যাটট্রিকের দেখা পেলেন এই কিউই পেসার। এর আগে গত নভেম্বরে আবুধাবীতে হ্যাট্রিক করেছিলেন বোল্ট।
বাসস/ওয়েবসাইট/এমএইচসি/১৮৩০/স্বব