বাসস দেশ-২২ : খাদ্যে ভেজালকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে : র‌্যাব ডিজি

524

বাসস দেশ-২২
কর্মশালা-বেনজীর
খাদ্যে ভেজালকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে : র‌্যাব ডিজি
ঢাকা, ২৮ জুন, ২০১৯ (বাসস) : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ বলেছেন, খাদ্যে ভেজালকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, পণ্যে ভেজালকারীরা নীরব ঘাতক। এরা মানুষ হত্যা করছে। এ ব্যাপারে কাউকেই ছাড় দেয়া যাবে না।
তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর খিলক্ষেতের ‘লা মেরিডিয়ান’ হোটেলে বাংলাদেশ রিটেইল ফোরাম আয়োজিত ‘সুপারস্টোরে পণ্যের মান রক্ষণাবেক্ষণ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ডিজি র‌্যাব বলেন, ব্যবসায়ীদের সচেতনতা দরকার এবং তাদের পরিবর্তনের মানসিকতা দরকার।
দেশে ভেজাল জিনিসের কথা উল্লেখ করে ডিজি র‌্যাব বলেন, ভেজাল কোথায় নাই? ভেজালে বাজার সয়লাব হয়ে গেছে।
র‌্যাব ডিজি বেনজীর আহমেদ বলেন, আসলে জেল-জরিমানা করে পরিবর্তন সম্ভব নয়। সচেতনতা দরকার, পরিবর্তনের মানসিকতা দরকার। দেশটা আমাদের। সমাধান আমাদেরই করতে হবে।
ডিজি র‌্যাব আরও বলেন, আমরা বিষাক্ত শিশুখাদ্য চাই না। ব্যবসায়ী ভেজাল খাদ্য তৈরি করবেন, তা কোনভাবেই চাই না।
কর্মশালায় র‌্যাবের নির্বাহী মেজ্রিস্ট্রেট সারওয়ার আলমসহ আরো অনেক কর্মকর্তা বক্তব্য রাখেন।
বাসস/সংবাদদাতা/এমএমবি/২২১০/-এসই