বাসস ক্রীড়া-১২ : অনাকাংখিত রেকর্ডের মালিক হলে করুনারত্নে

328

বাসস ক্রীড়া-১২
ক্রিকেট-বিশ্বকাপ
অনাকাংখিত রেকর্ডের মালিক হলে করুনারত্নে
লন্ডন, ২৮ জুন, ২০১৯ (বাসস) : অনাকাংখিত এক রেকর্ডের মালিক হলে শ্রীলংকা অধিনায়ক দিমুথ করুনারত্নে। চলমান দ্বাদশ বিশ্বকাপের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ইনিংসরে প্রথম বলেই আউট হয়ে এ অনাকাংখিত রেকর্ডের মালিক হলেন লংকান অধিনায়ক।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে আজ টস হেরে ব্যাটিংয়ে নেমে কাগিসো রাবাদার প্রথম বলেই শিকার হন করুনারত্নে। চলতি আসরে দ্বিতীয় এবং সব মিলিয়ে অনাকাংখিত এ ক্লাবের পঞ্চম সদস্য হলেন লংকা অধিনায়ক। তবে অধিনায়ক হিসেবেই তিনিই প্রথম।
চলতি আসেরে এর আগে প্রথম বলেই আউট হয়েছিলেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। তবে তিনি একবার নয় দুইবার আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে প্রথম বলে আউট হয়েছিলেন।
এ ‘গর্বিত’ তালিকায় নাম আছে বাংলাদেশের হান্নান সরকারেরও। ২০০৩ বিশ্বকাপে পিটারমার্টিজবার্গে শ্রীলংকার বিপক্ষে ইনিংসের প্রথম বলে আউট হয়েছিলেন তিনি।
বিশ্বকাপে প্রথম বলে আউট হওয়া ব্যাটসম্যানদের তালিকা:
১, হান্নান সরকার(বাংলাদেশ) প্রতিপক্ষ -শ্রীলংকা, ভেন্যু- পিটারমার্টিজবার্গ,২০০৩
২. ব্রেন্ডর টেইলর(নিউজিল্যান্ড) প্রতিপক্ষ- কানাডা, ভেন্যু-নাগপুর, ২০১১
৩.মার্টিন গাপটিল(নিউজিল্যান্ড) প্রতিপক্ষ-ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান, ভেন্যু-ম্যানচেস্টার, ২০১৯
৪. দিমুথ করুনারত্নে (শ্রীলংকা) প্রতিপক্ষ-দ:আফ্রিকা, চেস্টার লী স্ট্রীট,২০১৯
৫.জন রাইট (নিউজিল্যান্ড) প্রতিপক্ষ-অস্ট্রেলিয়া, ভেন্যু-অকল্যান্ড, ১৯৯২( বিশ্বকাপের প্রথম বল ছিল এটি)।
বাসস/১৯৫০/স্বব