বাজিস-৫ : সিলেটে স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

321

বাজিস-৫
সিলেট- সাংবাদিক কর্মশালা
সিলেটে স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সিলেট, ২৮ জুন ২০১৯ (বাসস) : নগরীতে দিনব্যাপি স্বাস্থ্য সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আজ অনুষ্ঠিত হয়েছে।
ইউএসএইড, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও উজ্জীবন-এর যৌথ উদ্যোগে আজ শুক্রবার সিলেট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী এ কর্মশালায় ২৫জন সংবাদকর্মি অংশ নেন।
কর্মশালা শেষে বিকালে সিলেট প্রেসক্লাব মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মৃনাল কান্তি দেব।
সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) সমন্বয়ক (সিলেট) ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সিলেট বিভাগীয় সহকারী পরিচালক (স্বাস্থ্য) ডা. আনিসুর রহমান, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ও সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) মহাসচিব খায়রুজ্জামান কামাল।
সিলেট প্রেসক্লাবের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক নূর আহমদের সঞ্চালনায় কর্মশালায় প্রশিক্ষক ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ, দৈনিক কালের কণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক পার্থ সারথি দাস, ডেইলি অবজারভারের খুরশিদ মহল শাপলা।
বাসস/সংবাদদাতা/১৯৩৬/এমকে