মেসিকে দুষছেন না ম্যারাডোনা

435

মস্কো (রাশিয়া), ১৮ জুন ২০১৮ (বাসস) : রাশিয়া বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করে আর্জেন্টিনাকে জয় বঞ্চিত করেছেন দেশটির সেরা তারকা ও অধিনায়ক লিওনেল মেসি। এজন্য আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের খলনায়ক বনে যান মেসি। তবে পেনাল্টি মিসের জন্য মেসিকে দোষ দিতে নারাজ আর্জেন্টিনার কিংবদন্তি খেলোয়াড় দিয়াগো ম্যারাডোনা।
মেসির পেনাল্টি মিস নিয়ে ম্যারাডোনা বলেন, ‘আমি ধারাবাহিকভাবে পাঁচটি পেনাল্টি মিস করেছি। তবে আমি এখনো ম্যারাডোনাই আছি। পেনাল্টি মিসের পরও আমি আজ এখানে। পেনাল্টি মিস এটি কোন বিষয়ই নয়, এটা খেলারই অংশ।’
১৯৯০ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে যুগোস্লাভিয়ার বিপক্ষে ট্রাইব্রেকারে পেনাল্টি মিস করেছিলেন ম্যারাডোনা নিজেও। সেই উদাহরণ টেনেই মেসির পাশে দাঁড়ালেন ম্যারাডোনা।
১৯৭৮ সালের পর ১৯৮৬ সালে দ্বিতীয় ও শেষবারের মত বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা। সর্বশেষ বিশ্বকাপ জয় ম্যারাডোনার একক নৈপুণ্যের উপর ভর করেই পেয়েছিলো নীল-সাদা জার্সিধারিরা। তাই ৩২ বছর আগে বিশ্বকাপ জয়ের নায়কের কাছ থেকে সমবেদনাই পাচ্ছেন বিশ্ব ফুটবলের ক্ষুদে জাদুকর মেসি।
আইসল্যান্ডের বিপক্ষে মেসি নিজের সেরাটাই দেয়ার চেষ্টা করেছেন বলে মনে করেন ম্যারাডোনা। তবে আইসল্যান্ড মেসিকে কড়া পাহাড় রাখার সুফল পেয়েছে বলে জানান তিনি, ‘মেসি সব ম্যাচেই তার সর্বোচ্চ দেয়ার চেষ্টা করে। এটা ক্লাব ম্যাচ বা আন্তর্জাতিক খেলা হোক-না কেন। আইসল্যান্ডের বিপক্ষে তার সর্বোচ্চটাই দিয়েছে সে। ঠিক আমি যা করতাম। কিন্তু তাকে সব সময় প্রতিপক্ষের কয়েকজন মিলে আটকে রাখে। এভাবে সবাই মিলে আটকে রাখলে তার একার পক্ষে সাফল্য পাওয়া কঠিন।’
মেসির পাশে দাঁড়ালেও আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলির সমালোচনা করেছেন ম্যারাডোনার। সাম্পাওলির পরিকল্পনা ভালো লাগেনি তার। ম্যারাডোনা বলেন, ‘হার-জিত, ড্র দলের খেলোয়াড়দের উপর নির্ভর করে। কিন্তু দেখতে হবে দল কিভাবে ফলাফল অর্জন করছে। পরবর্তী ম্যাচে আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। এখনো ঈশ্বরের ওপর বিশ্বাস রাখি আমরা পরের ম্যাচগুলোতে ভালো খেলবো এবং উন্নতি করতে পারবো।’
আগামী ২১ জুন ‘ডি’ গ্রুপের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে এবারের বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা।