দলগত প্রচেষ্টার জয় : করুনারত্নে

395

লিডস, ২২ জুন ২০১৯ (বাসস) : দ্বাদশ বিশ্বকাপে প্রথম বড় অঘটন কি ২৭তম ম্যাচেই ঘটলো!! ক্রিকেট বিশ্লেকরা তাই মনে করছেন। স্বাগতিক ও ওয়ানডে র‌্যাংকিং-এর এক নম্বর দল ইংল্যান্ডকে গতরাতে ২০ রানে হারিয়ে দিলো খর্বশক্তির শ্রীলংকা। ম্যাচ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী না থাকলেও, দুর্দান্ত লড়াই করার আভাস আগের দিনই দিয়ে রেখেছিলেন লংকার অধিনায়ক দিমুথ করুনারত্নে ২৩৩ রানের পুঁিজ নিয়ে ম্যাচ জয়ে অনেক বেশি উচ্ছসিত শ্রীলংকার অধিনায়ক। তবে এই জয়কে দলগত প্রচেষ্টার সাফল্য বলে জানান তিনি।
ম্যাচ শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে করুনারতেœ বলেন, ‘দুর্দান্ত এক জয়। ব্যাটসম্যানরা বড় স্কোর গড়ার চেষ্টা করেছে। তারপরও কম পুঁিজ নিয়ে বোলাররা দারুন পারফরমেন্স করেছে। এটি দলগত সাফল্য।’
হেডিংলির লিডসে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় শ্রীলংকা। ৩ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে গিয়েছিলো লংকানরা। তারপরও আবিস্কা ফার্নান্দোর ৪৯ ও কুশল মেন্ডিসের ৪৬ রানের সুবাদে লড়াইয়ে ফিরে শ্রীলংকা। কিন্তু তাদের বিদায়ের পর আবারো চাপে পড়ে যায় দলটি। কিন্তু এক প্রান্ত আগলে রেখে অনবদ্য ৮৫ রানের ইনিংস খেলে দলকে লড়াই করার পুঁিজ এনে দেন সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। ৫০ ওভারে ৯ উইকেটে ২৩২ রানের সংগ্রহ পায় শ্রীলংকা। ১১৫ বল মোকাবেলা করে ৫টি চার ও ১টি ছক্কা মারেন ম্যাথুজ।
তাই স্লো পিচে ম্যাথুজের এমন দুর্দান্ত ব্যাটিং মুগ্ধ করেছে করুনারতœকে। তিনি বলেন, ‘পিচ ব্যাটিং উপযোগি ছিলো না। অনেক বেশি স্লো ছিলো। এ পিচে ৩০০ রান করা কঠিন। তবে আমরা চেয়েছিলাম ২৫০-২৭৫ রান করতে। আমরা সেটিও করতে পারিনি। ম্যাথুজ দারুন ব্যাট করেছে। স্কোর বোর্ডে লড়াই করার পুঁিজ দাড় করিয়েছে ম্যাথুজ। অল্প পুঁিজ পেয়ে বোলাররা বুঝতে পেরেছে তাদের কি করতে হবে।’
অল্প পুঁিজ পেয়ে পরবর্তীতে বল হাতে জ্বলে উঠেন শ্রীলংকার বোলাররা। ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইন-আপকে ২১২ রানেই গুটিয়ে দেন মালিঙ্গা-ডি সিলভা-উদানারা। ‘বুড়ো’ মালিঙ্গা ৪৩ রানে ৪ উইকেট নিয়ে হন ম্যাচ সেরা। ডান-হাতি অফ-স্পিনার ধনঞ্জয়া ডি সিলভা ৩২ রানে ৩ ও পেসার ইসুরু উদানা ৪১ রানে ২ উইকেট শিকার করেন। তাই বোলারদের প্রশংসাও করেছেন করুনারতেœ, ‘মালিঙ্গা দারুন বল করেছে। তার ৪ উইকেট শিকারে আমাদের ম্যাচ জয়ের পথ সহজ হয়েছে। এছাড়া ডি সিলভা ও উদানার বোলিং ছিলো দুর্দান্ত।’