বাসস দেশ-১৫ : বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল করার মহাপরিকল্পনা প্রণয়নে আমরা কাজ করছি : চীফ হুইপ

509

বাসস দেশ-১৫
চীফ হুইপ-জনসভা
বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল করার মহাপরিকল্পনা প্রণয়নে আমরা কাজ করছি : চীফ হুইপ
চাঁদপুর, ২১ জুন, ২০১৯ ( বাসস) : জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, ২০২১ সাল থেকে ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে আমরা উন্নয়নের রোল মডেল করার মহাপরিকল্পনা প্রণয়নে কাজ করছি ।
আজ মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের বাংলাবাজারে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নূর-ই-আলম চৌধুরী বলেন, সরকার ২০২১ সাল থেকে ২০৪১ সাল পর্যন্ত সময়ে বাংলাদেশকে একটি উন্নত দেশে রূপান্তরের প্রয়োজনীয় পরিকল্পনা ও কর্মপন্থা প্রণয়নের কাজ শুরু করেছে। ২০২১ সাল থেকে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে আমরা কিভাবে দেখতে চাই সেভাবে বাংলাদেশকে উন্নয়নের জন্য শেখ হাসিনার নেতৃত্বে আমরা মহাপরিকল্পনা প্রণয়নের কাজ শুরু করেছি।
চাঁদপুর-২ আসনের সাংসদ এডভোকেট নুরুল আমিন রুহুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চীফ হুইপ আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং আরো এগিয়ে যাবে। আগামীতে সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে হলে দুর্নীতি, সন্ত্রাস, মাদক, ইভটিজিং এবং নেশামুক্ত এলাকা করতে হবে।
বাসস/সংবাদদাতা/এমএআর/২১৫৫/-জেহক