বাসস ক্রীড়া-১৬ : লংকাকে ২৩২ রানে আটকে দিল আর্চার, উড

325

বাসস ক্রীড়া-১৬
ক্রিকেট-বিশ্বকাপ
লংকাকে ২৩২ রানে আটকে দিল আর্চার, উড
লীডস. ২১জুন, ২০১৯(বাসস) : ইংল্যান্ডের দুই পেসার জোফরা আর্চার ও মার্ক উডের বিধ্বংসী বোলিংয়ে ২৩২ রানে আটকে গেল শ্রীলংকা ইনিংস।
আর্চার ও উডের তিনটি করে উইকেট শিকারে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩২ রান করতে সক্ষম হয় সাবেক চ্যাম্পিয়ন শ্রীলংকা।
চলতি বিশ্বকাপের ২৭তম ম্যাচে আজ টস জিতে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় শ্রীলংকা। তিন ওভারের মধ্যেই দুই ওপেনার দিমুথ করুনারতেœ ও কুসল পেরেরাকে হারায় উপমহাদেশের দলটি। তবে ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে থাকতে আউট হওয়ার আগে দলের হাল ধরে রাখেন আবিস্কা ফার্নান্দো।
এরপর এ্যাঞ্জেলো ম্যাথুজের ১১৫ বলে অপরাজিত ৮৫ এবং কুসল মেন্ডিজের (৪৬) সঙ্গে ৭১ রানের জুটিতে ভর করে সম্মানজনক স্কোর করতে সক্ষম হয় লংকানরা।
আর্চার ৫২ এবং উড ৪০ রানে তিনটি করে উইকেট শিকারের পর ৩০তম ওভারে স্পিনার আদিল রশিদ জোড়া আঘাত হানেন।
এ ম্যাচ দিয়ে এ পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ ১৫ উইকেট শিকারে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের সঙ্গে যৌথভাবে নিজের নাম লেখান আর্চার।
বাসস/স্বব/১৯৫০/-এমএইচসি