ডিডিটির ব্যবহার প্রতিরোধে চুক্তি স্বাক্ষর

405

ঢাকা, ২১ জুন, ২০১৯ (বাসস) : দেশে ডিডিটি হিসেবে অধিক পরিচিত অবৈধ কীটনাশক ডিকলোরোডিফিনাইলট্রাইক্লোরোইথেন-এর ব্যবহার প্রতিরোধে সরকার এফএও বাংলাদেশের সঙ্গে ৮ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলারের এক চুক্তি স্বাক্ষর করেছে।
এফএও’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ইআরডি কার্যালয়ে নিজ নিজ দেশ ও প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদ এবং বাংলাদেশে এফএও’র প্রতিনিধি রবার্ট ডি সিম্পসন।
এই চুক্তির আওতায় এফএও বাংলাদেশ ‘পেস্টিসাইড রিস্ক রিডাকশন ইন বাংলাদেশ’ নামের একটি প্রকল্প বাস্তবায়ন করবে। জিইএফ’র প্রায় ৮ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার মঞ্জুরি নিয়ে এই প্রকল্প বাস্তবায়িত হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামের আগ্রাবাগদসহ অন্যান্যস্থানে ডিডিটির ব্যাপক মজুদ সম্পূর্ণভাবে ধ্বংসে এই প্রকল্প সহায়তা করবে।