বাসস ক্রীড়া-২১ : সাকিব-লিটনের রেকর্ড ভেঙ্গে দিলেন ওয়ার্নার-খাজা

582

বাসস ক্রীড়া-২১
ক্রিকেট-বাংলাদেশ-
সাকিব-লিটনের রেকর্ড ভেঙ্গে দিলেন ওয়ার্নার-খাজা
নটিংহাম, ২০ জুন, ২০১৯ (বাসস) : নটিংহামের ট্রেন্টব্রিজে আজ দ্বাদশ বিশ্বকাপের ২৬তম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা দ্বিতীয় উইকেটে ১৯২ রানের জুটি গড়েন। ফলে গেল ১৭ জুন চলতি বিশ্বকাপে সর্বোচ্চ রানের জুটি গড়া বাংলাদেশের সাকিব আল হাসান ও লিটন দাসের রেকর্ড ভেঙ্গে যায়।
টনটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ১৮৯ রানের জুটি গড়েছিলেন বাংলাদেশের সাকিব ও লিটন। সাকিব ১২৪ ও লিটন ৯৪ রানে অপরাজিত ছিলেন।
তিনদিনের ব্যবধানে সাকিব-লিটনের সেই রেকর্ড ভেঙ্গে দিয়ে এবারের বিশ্বকাপে যেকোন উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন ওয়ার্নার-খাজা। এ ম্যাচে ওয়ার্নার ১৬৬ ও খাজা ৮৯ রান করেন।
এছাড়া ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে যেকোন উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন অস্ট্রেলিয়ার ওয়ার্নার ও খাজা। বাংলাদেশের বিপক্ষে যেকোন উইকেটে অস্ট্রেলিয়ার আগের সর্বোচ্চ রান ছিলো ১৭০। ২০১১ সালে ঢাকায় দ্বিপক্ষীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন ১৭০ রানের জুটি গড়েন শেন ওয়াটসন ও রিকি পন্টিং।
বাসস/এএসজি/এএমটি/২২০০/স্বব