বাসস দেশ-৭ : শাহজালালে ১৪ লাখ টাকার বিদেশী ওষুধসহ এক যাত্রী আটক

718

বাসস দেশ-৭
শাহজালাল-আটক
শাহজালালে ১৪ লাখ টাকার বিদেশী ওষুধসহ এক যাত্রী আটক
ঢাকা, ১৭ জুন, ২০১৮ (বাসস) : হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৪ লাখ টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ বিদেশি ওষুধসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।
ওই যাত্রীর নাম তোফাজ্জল হোসেন।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শাহজালাল বিমানবন্দরের গ্রিন চ্যানেল এ্যারিয়া থেকে এসব ওষুধসহ তাকে আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মো. সহিদুল ইসলাম বাসস’কে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার সকালে মিসর থেকে (ইকে- ৫৮৪) নম্বরের একটি বিমান দুবাই হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই বিমানের যাত্রী ছিলেন তোফাজ্জল। তিনি বিমানবন্দরে নেমে ৪ নং বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে স্ক্যানিং ফাঁকি দিয়ে গ্রিন চ্যানেল এ্যারিয়া দিয়ে দ্রুতগতিতে অতিক্রম করছিলেন। এসময় তার গতিবিধি সন্দেহজনক হলে তাকে আটক করা হয়। পরে তাকে কাস্টমস হলে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার সাথে থাকা চারটি লাগেজ খুলে তার ভেতরে থাকা ১৪ লাখ টাকা মূল্যের বিদেশি ওষুধ উদ্বার করা হয়।
আটককৃত তোফাজ্জলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
বাসস/সংবাদদাতা/এফএইচ/১৭৫৫/-আসচৌ