বাজিস-১৪ : ‘তথ্য অধিকার আইন সম্পর্কে জানলে মানুষ সহজেই তার নিজের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে’

347

বাজিস-১৪
চট্টগ্রাম- তথ্য অধিকার
‘তথ্য অধিকার আইন সম্পর্কে জানলে মানুষ সহজেই তার নিজের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে’
চট্টগ্রাম, ১৯ জুন, ২০১৯ (বাসস) : তথ্যের অবাধ আদান-প্রদানের মাধ্যমে একটি দেশের অগ্রগতি সম্ভব। বর্তমান জনবান্ধব সরকার ২০০৯ সালে তথ্য কমিশন গঠন করে। তথ্য অধিকার আইন সম্পর্কে জানলে মানুষ সহজেই তার নিজের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে।
আজ বুধবার বিকেলে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসন ও তথ্য কমিশনের যৌথ আয়োজনে ‘তথ্য অধিকার আইন-২০০৯’ বিষয়ক জনঅবহিতকরণ সভায় বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশন সচিব মো. তৌফিকুল আলম।
বোয়ালখালীর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) একরামুল সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান মো. নুরুল আলম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এস এম সেলিম ও মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, পৌর মেয়র হাজী আবুল কালাম আবু, উপজেলা আ.লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, তথ্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা লিটন কুমার প্রামাণিক প্রমুখ।
অতথ্য কমিশন সচিব তৌফিকুল আলম বলেন, ‘দেশে ১০টি কমিশন রয়েছে। তবে তথ্য কমিশন অন্যান্য কমিশন থেকে ভিন্ন। অন্যান্য কমিশন জনগণকে শাসন করে, আর তথ্য কমিশন জনগণের অধিকার নিশ্চিত করে। তাই এ কমিশন সমন্ধে জনসচেতনতা বাড়ানো জরুরি।’
বাসস/ জিই/এসকেবি/২১৪১/এমকে