বাজিস-১৩ : কুড়িগ্রামে পুষ্টি বিষয়ক প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

348

বাজিস-১৩
কুড়িগ্রাম- কর্মশালা
কুড়িগ্রামে পুষ্টি বিষয়ক প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
কুড়িগ্রাম, ১৯ জুন ২০১৯ (বাসস) : ‘সাসটেইনেবল অপরচুনিটি ফর নিউট্রেশন গভর্নেন্স (সংঘ)’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা বুধবার সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন।
সিভিল সার্জন ডা: এসএম আমিনুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান, মেয়র আব্দুল জলিল, কৃষি সম্প্রসারণের উপপরিচালক মোস্তাফিজুর রহমান প্রধান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহানা বেগম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এড.আহসান হাবীব নীলু, প্রমুখ।
কর্মশালায় জানানো হয়, মা ও শিশুর পুষ্টি উন্নয়নে প্রকল্পটি গাইবান্ধা জেলার দুটি উপজেলাসহ কুড়িগ্রাম জেলার রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলায় ৫ বছর ব্যাপী কার্যক্রম পরিচালনা করবে।
এছাড়াও জেলার বিভিন্ন সরকারি দপ্তর, উন্নয়ন সহযোগী সংগঠন, সাংবাদিকসহ ২৯ সদস্য বিশিষ্ট জেলা পুষ্টি সমন্বয় কমিটি জেলার স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নে এই প্রকল্পে সহযোগিতা করবে।
বাসস/সংবাদদাতা/২১২০/এমকে