বাসস ক্রীড়া-১৫ : অনুতপ্ত নন মার্ক উড

290

বাসস ক্রীড়া-১৫
ক্রিকেট-বিশ্বকাপ-ইংল্যান্ড-আফগানিস্তান
অনুতপ্ত নন মার্ক উড
ম্যানচেস্টার, ১৯ জুন, ২০১৯ (বাসস/এএফপি) : নিজের বাউন্সি শর্ট ডেলিভারির বল আফগান ব্যাটসম্যান হাসমতউল্লাহ শাহিদির হেলমেটে আঘাত লাগলেও ওই ঘটনায় অনুতপ্ত নন ইংলিশ বোলার মার্ক উড।
ঘন্টায় ৯০ মাইল গতির ওই বল যখন আঘাত করছিল তখন ২৪ রানে থাকা শাহিদি চোখ বন্ধ করে ফেলেন। বলের আঘাতে নিজের মাথায় লাগানো হেলমেটের একাংশ ভেঙ্গে যায় এবং তিনি টার্ফে পড়ে যান।
এই ঘটনায় রিটায়ার্ড হার্ড হয়ে সাজঘরে না ফিরে ২৪ বছর বয়সি এই আফগান ব্যাটসম্যান নতুন একটি হ্যালমেট নিয়ে নিজের ব্যাটিং অব্যাহত রাখেন এবং দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রান সংগ্রহ করেন। ম্যাচে ১৫০ রানে পরাজিত হয় আফগানিস্তান।
উদ্বিগ্ন হয়ে শাহিদির অবস্থা পর্যবেক্ষণে গেলেও এ ঘটনায় অনুতপ্ত নন বলে জানিয়েছেন উড। অন্য আফগান ব্যাটসম্যানদের তিনি আরো বেশী শর্ট-পিচ ডেলিভারি দিয়েছেন। উড বলেন, ‘অবশ্যই প্রথম দেখার সময় আমি বিছুটা উদ্বিগ্ন ছিলাম। আরো বাজেভাবে আঘাত লাগতে পারত তবে বিষয়টি আমার নিয়ন্ত্রণে ছিল না। এখানে মেডিকেল টিমকেই তাদের কাজটি করতে দিতে হবে। আমি তাকে পরীক্ষা করে দেখলাম, সে নিজেই জানালো ঠিক আছে। তুমি ঠিক আছ? জানতে চাইলে বলে ওকে। এরপর আমি আবারো খেলায় ফিরে যাই।’
মর্গান চেয়েছিলেন, ‘আমি যেন আরো কয়েকটা বল এভাবে করি। আপনার অধিনায়ক যখন কিছু চান, তখন তার কথা শুনতেই হবে। তার উপর আপনি যখন দেখবেন ওই ব্যাটসম্যান ঠিকই আছেন, তখনতো খেলায় ফিরতেই হবে।’
উড বলেন, ‘কিছুটা পরিবর্তন আনার জন্য আমি তাদেরকে একটু বেশী জোরেই বল করছিলাম। সত্যিকার অর্থে এ সময় আমাদের বোলিংও ভাল হচ্ছিল। ভিন্ন কিছু প্রাপ্তির চেস্টার সঙ্গে কয়েকটি উইকেট পাওয়াটা আসলেই দারুন ব্যাপার।’
বাসস/এএফপি/এমএইচসি/১৯৫০/স্বব