বাজিস-৩ : নীলফামারীতে গাছ থেকে নদীতে পড়ে দুই শিশুর মৃত্যু

256

বাজিস-৩
নীলফামারী-শিশু মৃত্যু
নীলফামারীতে গাছ থেকে নদীতে পড়ে দুই শিশুর মৃত্যু
নীলফামারী, ১৪ জুন, ২০১৯ (বাসস) : জেলার সৈয়দপুরে জামগাছের ডাল ভেঙ্গে নদীতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
নদীর পানিতে ডুবে মারা যাওয়া শিশু দু’টি হলো- ওই গ্রামের আবেদ আলীর পুত্র মাদ্রাসা ছাত্র কোরবান আলী (১১) এবং বাদল ইসলামের পুত্র কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র মেরাজ হোসেন (১২)।
আজ শুক্রবার দুপুরে উপজেলার কাজিপাড়া গ্রামে খড়খড়িয়া নদীতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসি সূত্রে জানা যায়, আজ দুপুরের দিকে খড়খড়িয়া নদীর কাজীপাড়া ঘাটে কোরবান ও মেরাজসহ পাঁচ বন্ধু গোসল করার কথা বলে যায়। এর মধ্যে তিনবন্ধু গোসল করতে নদীতে নামে। অন্যদিকে, মেরাজ ও কোরবান নদীর পাড়ের গাছে জামপাড়তে উঠলে ওই গাছের ডাল ভেঙ্গে মাঝ নদীতে পড়ে ডুবে যায়।
এলাকাবাসি তাদেরকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নদীর পানিতে ডুবে শিশু দু’টির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান পাশা বলেন, কোন অভিযোগ না থাকায় দুই শিশুর মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/১৯৩০/-এমকে