বাসস দেশ-১৫ : চট্টগ্রাম বন্দরের চ্যানেল তিন ঘণ্টা পর পুনরায় সচল

276

বাসস দেশ-১৫
জাহাজ – সংঘর্ষ
চট্টগ্রাম বন্দরের চ্যানেল তিন ঘণ্টা পর পুনরায় সচল
চট্টগ্রাম, ১৪ জুন, ২০১৯ (বাসস) : তিন ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রাম বন্দরের চ্যানেল পুনরায় জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
আজ শুক্রবার সকালে কর্ণফুলী চ্যানেলের ‘চট্টগ্রাম ড্রাই ডক ও বোট ক্লাব’ সংলগ্ন অংশে ফিডার জাহাজের সঙ্গে একটি তেলের ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় বন্দর কতৃপক্ষ ওই চ্যানেলে জাহাজ চলাচল বন্ধ করে দেয়।
বন্দর সচিব ওমর ফারুক জানান, ফিডার জাহাজ এক্সপ্রেস মহানন্দা এবং অয়েল ট্যাংকার এমটি বুর্গানের সংঘর্ষের ঘটনায় জাহাজ দু’টি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি।
পরে বন্দর কর্তৃপক্ষ পাঁচটি টাগবোট দিয়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে জাহাজ দু’টিকে সেখান থেকে সরিয়ে নিরাপদ দূরত্বে নোঙ্গর করে রাখে এবং বন্দর চ্যানেল আবার খুলে দেয়। এখন জাহাজ চলাচলে আর কোনো সমস্যা নেই বলে বন্দরের সচিব জানান।
বন্দর সুত্র জানায়, শ্রীলঙ্কা থেকে সাড়ে সাতশ’ কনটেইনার নিয়ে আসা এক্সপ্রেস মহানন্দা বন্দরে ঢুকছিল। একই সময় চ্যানেল দিয়ে এমটি বুর্গান সাগরের দিকে বেরিয়ে যাচ্ছিল। ফলে চ্যানেলের ভেতরে এ দু’টি নৌযানের মুখোমুখি সংঘর্ষ হয়।
বাসস/জিই/এসকেবি/জেডআরএম/১৯২০/কেজিএ