বাসস ক্রীড়া-২২ : বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বৃষ্টির সম্ভাবনা : আবহাওয়া পূর্বাভাস

543

বাসস ক্রীড়া-২২
ক্রিকেট-বাংলাদেশ-শ্রীলংকা-বৃষ্টি
বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বৃষ্টির সম্ভাবনা : আবহাওয়া পূর্বাভাস
বিস্ট্রল, ১০ জুন, ২০১৯ (বাসস) : ব্রিস্টলে আগামীকাল বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বৃষ্টির সম্ভাবনা অনেক বেশি বলে এমন পূর্বাভাসই দিয়েছে লন্ডনের আবহাওয়া অফিস।
লন্ডনের আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সারা দিন বৃষ্টির দখলে থাকবে। কখনও খুব জোরে, আবার থেমে থেমেও বৃষ্টি হবে।
ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে (স্থানীয় সময় সকাল সাড়ে দশটা) শুরু হবে বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ। আবহাওয়া পূর্বাভাস, কাল ব্রিস্টলে সকাল থেকেই বৃষ্টি হবে। তাই সঠিক সময়ে শুরু নাও হতে পারে ম্যাচটি।
চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত ব্রিস্টলে দু’টি ম্যাচ হয়েছে। একটিতে বৃষ্টি ঝামেলা না করলেও, অন্য একটি ম্যাচ ঠিকই পরিত্যক্ত করেছে বৃষ্টি।
পহেলা জুন এই ভেন্যুতে মুখোমুখি হয়েছিলো অস্ট্রেলিয়া-আফগানিস্তান। ঐ ম্যাচে ৭ উইকেটে জয় পায় অসিরা। এরপর গেল ৭ জুন বিশ্বকাপের ১১তম ম্যাচে এই ভেন্যুতে মুখোমুখি হওয়ার কথা ছিলো পাকিস্তান-শ্রীলংকার। কিন্তু বৃষ্টির কারণে মাঠেই নামতে পারেনি খেলোয়াড়রা। ফলে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়।
বাসস/এএসজি/এএমটি/২২০০/-এবিএইচ