বাসস দেশ-২৬ : সমুদ্র সম্পদের ন্যায্য ও দক্ষ ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ

689

বাসস দেশ-২৬
আনক্লস-বৈঠক
সমুদ্র সম্পদের ন্যায্য ও দক্ষ ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ
ঢাকা, ১৪ জুন, ২০১৮ (বাসস) : সামুদ্রিক প্রাণীদের সংরক্ষণে সমুদ্র সম্পদের শান্তিপূর্ণ ন্যায্য ও দক্ষ ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেছে বাংলাদেশ। একই সাথে সামুদ্রিক পরিবেশ প্রতিরোধের ব্যাপারেও বাংলাদেশের পক্ষ থেকে গুরুত্ব দেয়া হয়েছে।
সমুদ্র আইন সংক্রান্ত জাতিসংঘ কনভেনশনের (ইউএনসিএলওএস) পক্ষ হিসেবে পররাষ্ট্র সচিব (মেরিটাইম এ্যাফেয়ার্স) রিয়ার এ্যাডমিরাল খুরশিদ আলম আজ ১৪ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে সমুদ্র সম্পদ বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এত বলা হয়, সমুদ্র আইন সংক্রান্ত জাতিসংঘ কনভেনশনের ২৮তম বৈঠকে পররাষ্ট্র সচিব (মেরিটাইম এ্যাফেয়ার্স) বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। ১১ থেকে ১৪ জুন পর্যন্ত এ বৈঠক চলে।
বাসস/সবি/টিএ/জেডআরএম/১৯৪৫/-কেএমকে