এবারের ঈদে ঘরমুখী মানুষের যাত্রা গত ২০ বছরের মধ্যে ছিল সবচেয়ে সুন্দর : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

592

ঢাকা,৪ জুন,২০১৯ (বাসস) : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, এবারের ঈদে ঘরমুখী মানুষের যাত্রা গত ২০ বছরের মধ্যে ছিল সবচেয়ে সুন্দর।
এবারের ঈদ যাত্রা নির্ঝঞ্ঝাট এ কথা উল্লে¬খ করে তিনি বলেন, ঈদের পূর্বে গাজীপুরের রাস্তা এত যানজটমুক্ত কখনো দেখা যায়নি প্রায় ১০ লাখ শ্রমিক অধ্যুষিত এ জনপদের মানুষের স্বস্তিদায়ক ভ্রমণ দৃশ্য সকলের নজর কেড়েছে। এবার যাত্রাপথে ছিনতাই চাঁদাবাজিসহ অন্যান্য আইন বিরোধী কার্যক্রমও তেমন ঘটেনি ।
মন্ত্রী আজ মঙ্গলবার বেলা ১ টায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে যানজট নিরসন ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা কার্যক্রম পর্যবেক্ষণের অংশ হিসেবে গাজীপুর জেলার টঙ্গী, চৌরাস্তা, কোনাবাড়ী, মৌচাক, চন্দ্রাসহ বিভিন্ন রাস্তা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নর জবাবে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, রাস্তা প্রশস্তকরণ এবং ফ্লাইওভার নির্মাণসহ বিভিন্ন সুচিন্তিত পরিকল্পনা বাস্তবায়নের কারণেই এই সফলতা পাওয়া গেছে। তিনি বলেন, শুধু সড়কপথই নয়, রেল ও নৌপথের যাতায়াত ও ছিল নির্ঝঞ্ঝাট ও স্বাচ্ছন্দ্যময় । সবকিছুই সম্ভব হয়েছে সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য দিক নির্দেশনায়। তিনি বলেন, পদ্মাসেতু, মেট্রোরেল, টানেল, ফ্লাইওভারসহ বর্তমান সরকারের যোগাযোগ খাতের পরিকল্পনাসমূহ বাস্তবায়িত হলে দেশে কোনো যানজট থাকবে না
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আনোয়ার হোসেন, গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহারসহ প্রশাাসন ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।