বাসস দেশ-২৫ : রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

526

বাসস দেশ-২৫
মোজাম্মেল হক-ইফতার মাহফিল
রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
ঢাকা, ৩ জুন ২০১৯ (বাসস) : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক.ম মোজাম্মেল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। শেখ হাসিনার মতো দূরদৃষ্টি সম্পন্ন নেতাই কেবল এ ধরণের সময়োচিত মানবিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন বলে তিনি মন্তব্য করেন।
মন্ত্রী আজ বিকেলে বারিধারা কূটনৈতিক এলাকায় ডেজ ঢাকা হোটেলে বেটার বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন ।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, শেখ হাসিনার যুগোপযোগী ভিশন বাস্তবায়ন করে অদূর ভবিষ্যতে বাংলাদেশ উন্নয়নের স্বর্ণশিখরে পৌঁছে যাবে।
মুসলিম উম্মাহসহ বিশ্বের সকল মানুষের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে মন্ত্রী বলেন, আমাদের সকলের জীবনের প্রতিটি দিনই হোক ঈদের মতো আনন্দময় ।
বেটার বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর মাসুদ এ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফিলিপাইনের রাষ্ট্রদূত ভিসেন্তে বান্দিলো, ভিয়েতনামের রাষ্ট্রদূত ত্রান ভ্যান খোয়া, সাবেক আইজিপি মোঃ শহীদুল হক প্রমুখ।
বাসস/সবি/এফএইচ/২১৪০/কেকে