বাসস দেশ-২৩ : শামসুদ্দোহা চৌধুরীর ইন্তেকাল

367

বাসস দেশ-২৩
শোক-সংবাদ
শামসুদ্দোহা চৌধুরীর ইন্তেকাল
ঢাকা, ১৪ জুন, ২০১৮ (বাসস) : বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার এ.কিউ.এম শামসুদ্দোহা চৌধুরী বুধবার রাতে গুলশানে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
তিনি সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরীর বড় ভাই।
তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি হৃদরোগে ভুগছিলেন। ইঞ্জিনিয়ার শামসুদ্দোহা স্ত্রী, তিন মেয়ে, এক ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
বর্ণাঢ্য জীবনের অধিকারী শামসুদ্দোহা চৌধুরী আমেরিকার ইলিনয় বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ে এমএস করে বুয়েটে অধ্যাপনা শুরু করেছিলেন। পরে ব্যবসা করে তিনি শিল্পপতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন।
নামাজে জানাজা শেষে মরহুম শামসুদ্দোহা চৌধুরীকে আগামীকাল শুক্রবার বাদ জুম্মা আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
বাসস/সবি/এমএন/২০০০/এএএ