বাজিস-৮ : দিনাজপুরে ১ লাখ ৯২ হাজার মানুষের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

330

বাজিস-৮
দিনাজপুর- চাল বিতরণ
দিনাজপুরে ১ লাখ ৯২ হাজার মানুষের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ
দিনাজপুর, ১ জুন, ২০১৯ (বাসস) : পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে জেলার ১৩টি উপজেলা ও ৯টি পৌরসভা এলাকায় ১ লাখ ৯২ হাজার ৩৭৬ জনের মধ্যে দুই হাজার ৮৮৬ মেট্রিক টন চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
দিনাজপুরের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মোকলেসুর রহমান জানান, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জেলার ১৩টি উপজেলা ও ৯টি পৌরসভা এলাকায় ১ লাখ ৯২ হাজার ৩৭৬ জন দুঃস্থ মানুষের জন্য মধ্যে ভিজিএফ কার্ডের মাধ্যমে ২ হাজার ৮৮৬ মেট্রিক টন চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। এর মধ্যে ১৩টি উপজেলায় ১ লাখ ৬০ হাজার ৩৭৬ জন ও ৯টি পৌর এলাকায় ৩২ হাজার দুঃস্থ্য মানুষকে ভিজিএফ কার্যক্রমের আওতায় আনা হয়েছে।
আজ শনিবার সকাল ১০টায় অতিরিক্ত প্রশাসক (সার্বিক) বজলুর রশিদ ভিজিএফ কার্ডের মাধ্যমে দিনাজপুর পৌরসভায় দুঃস্থদের মাঝে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় পৌরসভার প্যানেল মেয়র আহমেদুজ্জামান ডাব্লু, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবির সোহাগ ও সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/২০৩৫/এমকে