বাজিস-৬ : বগুড়ায় বাসের আগাম টিকিট বেশি মূল্যে বিক্রি করায় জরিমানা

280

বাজিস-৬
বগুড়া- জরিমানা
বগুড়ায় বাসের আগাম টিকিট বেশি মূল্যে বিক্রি করায় জরিমানা
বগুড়া, ১ জুন, ২০১৯ (বাসস) : জেলায় ঈদ পরবর্তী বাসের আগাম টিকিট বেশি মূল্যে বিক্রিসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভ্রাম্যমান আদালত শনিবার দুপুরে কয়েকটি পরিবহনের কাউন্টারে অভিযান চালিয়ে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজউদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ৪টি পরিবহনের কাউন্টারে এ অভিযান চালান।
ভ্রাম্যমান আদালত অভিযানকালে নানা অনিয়ম ছাড়াও যাত্রিদের হয়রানির বিভিন্ন অভিযোগ পান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজউদ্দিনের জানান, বাসের টিকিটের অতিরিক্ত মূল্য আদায়সহ ভাড়ার তালিকা প্রর্দশন না করা সহ নানা অনিয়ম করায় ভোক্তা অধিকার সংরক্ষন আইনে মানিক ট্রাভলস, শাহ ফতেহ আলী পরিবহন, হানিফ পরিবহন ও শ্যামলী পরিবহনের টিকিট কাউন্টার থেকে এই জরিমানা আদায় করা হয়।
বাসস/সংবাদদাতা/১৮২২/এমকে