বাংলাদেশে মাদক পুনর্বাসন কেন্দ্র স্থাপন ও দুর্নীতি দমনে ইউএনওডিসির সহযোগিতার আশ্বাস

349

ঢাকা, ২৯ মে, ২০১৯ (বাসস) : বাংলাদেশে জাতীয় মাদক পুনর্বাসন কেন্দ্র স্থাপন এবং সন্ত্রাস বিষয়ক অপরাধ দমনের বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দফতর অফিস ফর ড্রাগস অ্যান্ড ক্রাইম (ইউএনওডিসি)।
বুধবার বিকেলে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইউএনওডিসি মহাপরিচালকের সঙ্গে আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হকের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের এক দ্বিপাক্ষিক বৈঠকে এই আশ্বাস দেয়া হয়। আজ ঢাকায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
ভিয়েনায় অনুষ্ঠিত জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনের (ইউএনসিএসি) বাস্তবায়ন পর্যালোচনা পর্বের দশম অধিবেশনের পার্শ্ব আলোচনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২৭ থেকে ২৯ মে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এ সম্মেলন চলে।
এছাড়া বাংলাদেশের দুর্নীতি দমন বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ প্রদানের সহযোগিতার আশ্বাস দিয়েছে ইউএনওডিসি।
এসময় বাংলাদেশও মাদক নিয়ন্ত্রণ এবং অপরাধ ও দুর্নীতি দমনে সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছে ইউএনওডিসি-কে।
বৈঠকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর প্রমুখ উপস্থিত ছিলেন।