ইয়েমেন বন্দরে চালানো অভিযান প্রশ্নে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক বৃহস্পতিবার

742

জাতিসংঘ (যুক্তরাষ্ট্র), ১৪ জুন, ২০১৮ (বাসস ডেস্ক): ইয়েমেনের হোদেইদা বন্দরে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের সামরিক অভিযানের পর জরুরি আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৃহস্পতিবার বৈঠকে বসতে যাচ্ছে। কূটনীতিকরা একথা জানান।
ব্রিটেনের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে এ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে। ইয়েমেন সংকট নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এ বৈঠক হলে চলতি সপ্তাহে পরিষদের এটি হবে দ্বিতীয় বৈঠক।
জাতিসংঘ ইয়েমেনের প্রধান বন্দরে জোটের সামরিক অভিযানের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। কেননা, এতে ইয়েমেনের লাখ লাখ লোকের কাছে বাণিজ্যিক পণ্য ও মানবিক ত্রাণ সরবরাহ বাধাগ্রস্ত হতে পারে।
এক বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন সতর্ক করে দিয়ে বলেছেন যে হোদেইদার চারদিকে সামরিক অভিযান চালিয়ে এ বন্দর দিয়ে আসা পণ্যের সরবরাহ অবশ্যই বাধাগ্রস্ত করা যাবে না।
জনসন বলেন, এ জোট আমাদেরকে আশ্বস্ত করেছে যে সেখানে অভিযান পরিকল্পনায় মানবিক বিষয় তাদের বিবেচনায় রয়েছে। ইয়েমেনের বর্তমান পরিস্থিতিতে দেশটিতে খাদ্য, জ্বালানি ও চিকিৎসা সামগ্রির সরবরাহ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।