অর্থ বিভাগ ও এনবিআর কর্মকর্তাদের জন্য প্রধানমন্ত্রীর ইফতার

1023

ঢাকা, ২৬ মে, ২০১৯ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গণভবনে অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের জন্য এক ইফতার মাহফিলের আয়োজন করেন।
গণভবনের ব্যানক্যুইট হলে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী অতিথিদের জন্য বসানো বিভিন্ন টেবিলে যান এবং তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
ইফতারের আগে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে এক বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিলে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় বাজেটের আকার প্রতিবছর বাড়ছে। এবারও তা বাড়বে।
তিনি বাজেট প্রস্তুতকরণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের এ ক্ষেত্রে ঐকান্তিক কাজের জন্য ধন্যবাদ জানান।
শেখ হাসিনা ঈদুল ফিতরের প্রাক্কালে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশীদের ঈদ শুভেচ্ছা জানান।
সাবেক অর্থমন্ত্রী এএমএ মুহিত, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, এনবিআর চেয়ার মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব আবদুর রউফ তালুকদার ও তথ্য সচিব আবদুল মালেক মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।