বাসস দেশ-৩২ : জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় ১২টি সংস্থা কাজ করছে : কৃষিমন্ত্রী

656

বাসস দেশ-৩২
কৃষিমন্ত্রী-জলবায়ু- সেমিনার
জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় ১২টি সংস্থা কাজ করছে : কৃষিমন্ত্রী
ঢাকা, ১৮ মে, ২০১৯ (বাসস) : কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় ১২টি সংস্থা কাজ করছে। জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ার প্রস্তুতি নিতে হবে।
আজ রাজধানীর আইডিইবি অডিটোরিয়ামে ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্ট ফোরাম আয়োজিত জলবায়ু পরিবর্তন : কৃষি খাতের চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
একেএম এ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পিকেএসএফে চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ বক্তৃতা করেন।
আব্দুর রাজ্জাক বলেন, আমাদের কৃষি বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় নতুন নতুন ফসলের জাত উদ্ভাবন করেছে, প্রতিনিয়ত গবেষণা অব্যাহত রয়েছে। প্রতিকূল পরিবেশ উপযোগী বিভিন্ন ফসল আবাদের জন্য কাজ করছে কৃষি বিজ্ঞানীরা। সম্মিলিতভাবেনগরায়ন ও শিল্পায়নের কারণে ফসলের জমির হ্রাস রোধ করতে হবে।
কৃষি মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় সবাইকে কাজ করতে হবে। ফসলের উৎপাদন বেশি হচ্ছে, এই অর্জনকে ধরে রেখে সামনে এগোতে হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির বিচারে শীর্ষ দশটি দেশের মধ্যে বাংলাদেশ প্রথম। দেশের ৩০ লাখ হেক্টর জমি লবণাক্ততায় আক্রান্ত। লবণাক্ততা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়া বাস্তবভিত্তিক গবেষণা বেশি প্রয়োজন।
বাসস/তবি/এমএআর/২১৪৫/কেকে