প্রধানমন্ত্রী সব সময় আমাদেরকে চাপ মুক্ত রাখেন : মাশরাফি

426

ঢাকা, ১৭ মে ২০১৯ (বাসস) : সব সময় উৎসাহিত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজা।
টাইগার অধিনায়ক বলেন, বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করায় পুরো দলকেই প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়েছেন। ফাইনালে আজ ট্রফির জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়ছে টাইগাররা। এর আগে ছয় বার বিভিন্ন টুর্নামেন্টের ফাইনালে খেলেও ট্রফির দেখা না পাওয়ায় দলকে চাপ মুক্ত থেকে খেলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।’
গতকাল (বৃহস্পতিবার) ডাবলিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের অভিনন্দন জানিয়েছেন এবং কোন ধরনের চিন্তা না করে চাপ মুক্ত থেকে খেলার পরামর্শ দিয়েছেন। চ্যাম্পিয়ন হবার জন্য সব সময় চাপ থাকে। তবে প্রধানমন্ত্রী সব সময় আমাদের সঙ্গে কথা বলেন, অভিনন্দিত করেন, কিন্তু কখনো চ্যাম্পিয়ন হবার জন্য চাপ দেননা।
আমি যেখানেই যাই, সবাই আমাকে শিরোপা জয়ের কথা বলে। কিন্তু শুধুমাত্র আমাদের প্রধানমন্ত্রী কখনোই এ ধরনের কথা বলেননা।’
মাশরাফি বলেন, ‘গত বছর এশিয়া কাপের ফাইনালের আগেও তিনি আমাদের বলেছিলেন, ‘শোন, মানুষ হয়তো অনেক কিছুই জানেনা, আমিও তাই। তবে আমি একটি জিনিস জানি, সেটি হচ্ছে ফাইনালে খেলাটাই বড় অর্জন। এর মানে এই না যে তোমাদের জিততেই হবে। তোমরা শুধু চেষ্টা করে গেলেই আমি খুশি। যখন কোন প্রধানমন্ত্রী এভাবে চিন্তা করেন, তখন সেটি দারুনভাবে অনুপ্রেরণা যোগায়।’