বাসস দেশ-৪২ : বাংলাদেশ উদ্ভাবনের যাত্রা শুরু করেছে : মোস্তাফা জব্বার

578

বাসস দেশ-৪২
স্টুডেন্ট স্টার্ট-কর্মসূচি-সমাপন
বাংলাদেশ উদ্ভাবনের যাত্রা শুরু করেছে : মোস্তাফা জব্বার
সাভার, ১৬ মে, ২০১৯ (বাসস) : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবের মূল ভিত্তি হচ্ছে উদ্ভাবন। বাংলাদেশ এখন উদ্ভাবনের যাত্রা শুরু করেছে। ডিজিটাল বিপ্লব সফল করতে দেশের প্রতিভাবান তরুণ জনগোষ্ঠীর সম্ভাবনাময় উদ্ভাবনী শক্তি কাজে লাগানোর বিকল্প নেই।
মন্ত্রী আজ সাভারে শেখ হাসিনা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে আসিসিটি বিভাগের উদ্যোগে সিআরআই এবং ইয়ং বাংলার সহযোগিতায় ‘আমার উদ্ভাবন, আমার স্বপ্ন শীর্ষক আয়োজিত স্টুডেন্ট স্টার্ট আপ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
অনুষ্ঠানে আইসিটি বিভাগের সচিব এনএম জিয়াউল আলম, বিসিসি নির্বাহী পরিচালক পার্থপ্রতীম, সিআরআই নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস এবং আইডিয়া প্রকল্পের পরিচালক সৈয়দ মজিবুল হক বক্তৃতা করেন।
চূড়ান্ত প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২০টি দল অংশ গ্রহণ করে। অংশগ্রহণকারিদের মধ্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় প্রথম এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দল দ্বিতীয় স্থান লাভ করে। পরে তিনি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
বাসস/সবি/এমএআর/২২৪৫/-এইচএন